সাহিত্য একাডেমির প্রতি মাসের আবৃত্তি আসর গঙ্গাফড়িংদের আনন্দ আড্ডা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমি পাঠাগারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাফড়িংদের আনন্দ আড্ডা এর তৃতীয় পর্ব। এবারের পর্ব নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় উদ্বোধন করেন নারী সংগঠক ও সাহিত্য একাডেমির সদস্য ফজিলাতুন্নাহার। এবারের পর্বে নুসরাত জাহান বুশরার নির্দেশনায় সাহিত্য একাডেমির আবৃত্তি দলের তিতাস বন্দনা, গঙ্গাফড়িং, রঙ্গ ও কাজের ছেলে কবিতা বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। পাশাপাশি অতিথি দল আবরনি এর দলীয় বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। এছাড়াও শহরের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল ভিন্নতরো। অনুষ্ঠান শেষে শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিনুর রহমান, সোহেল আহাদ, হাবিবুর রহমান পারভেজ, শারমিন সুলতানা, রিপন দেবনাথ।
News Title :
সাহিত্য একাডেমির প্রতি মাসের আবৃত্তি আসর গঙ্গাফড়িংদের আনন্দ আড্ডা অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : 09:46:43 pm, Friday, 27 January 2023
- 154 Time View
Tag :