মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানিয়া আক্তার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে । শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন নিজসরাইল গ্রামে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত তানিয়া আক্তার সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) এবং নিজসরাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, তানিয়া আক্তার গ্রাম পুলিশ হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত এ মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার স্বামী বিল্লাল মিয়া মাদকের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত। তারা স্বামী-স্ত্রীর মাদক ব্যবসার পেছনে রয়েছে স্থানীয় একাধিক প্রভাবশালী কতিপয় ব্যক্তির শেল্টার। গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে ইতোপূর্বে তার সংশ্লিষ্ট অভিভাবক ও কর্তৃপক্ষের মাধ্যমে মাদক ব্যবসা না করার জন্য বার বার সতর্ক করা হয়েছে। তানিয়া এই ব্যবসা করবে না বলেও প্রতিশ্রুতি দেন। তারপরও মাদক ব্যবসা চালিয়ে যান গ্রাম পুলিশ তানিয়া। শনিবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেন।
তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানার এসআই মোঃ জয়নাল আবেদীন-২, এএসআই মোঃ সফিউল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, নারী পুলিশ সদস্য রোখছানা আক্তার ও শিউলি আক্তারসহ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে গ্রেফতার করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বিল্লাল মিয়া পালিয়ে যান।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত তানিয়া আক্তার ও পলাতক আসামী বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার স্বামী বিল্লাল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় তিনটি এবং জেলার বিজয়নগর থানায় একটি মামলা রয়েছে।