সরাইলে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা প্রকৌশলী নিলুফা ইয়াছমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, কৃষক লীগের সভাপতি মো. শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন। সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে শুরূ করে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা কর্মকান্ড, মানুষের অধিকার আদায়ে সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, কারাবরণ, মহান মুক্তিযুদ্ধে অবদান ও সফলতার গৌরবোজ্জল ইতিহাস ব্যাখ্যা করেন। তার জন্ম না হলে আমরা স্বাধীন হতে পারতাম না। পেতাম না লাল সবুজের পতাকাটি। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শীতা নিয়ে আজ শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে গবেষণা হচ্ছে। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। বিএনপি’র উদ্যেশ্যে বলেন, আপনার তো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দেওয়ার চেষ্টা করেছেন। যুদ্ধাপরাধী রাজাকারদের মন্ত্রীত্ব ও লাল সবুজের পতাকাযুক্ত গাড়ী দিয়ে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী করেছেন। গ্রেনেট মেরে আইভী রহমানসহ আ’লীগের ২২ জন নেতা কর্মীকে হত্যা করেছেন। শেখ হাসিনার শ্রবণ শক্তি হ্রাস করেছেন। মিথ্যাচার ও অপরাজনীতি বন্ধ করূন।
মাহবুব খান বাবুল