সরাইলে ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ
- আপডেট সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিল সিএনজি চালক বাদল (২৭) নামের এক যুবকের প্রাণ। আজ বৃহস্পতিবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইলের ধর্মতীর্থ এলাকায় এ ঘটনা ঘটেছে। বাদল নোয়াগাঁও গ্রামের রাজুখার বাড়ির মুরাদ খানের ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ধর্মতীর্থ এলাকায় অনুমোদন বিহীন শতাধিক ট্রাক্টর ইট বহন করছে ও মাটি টানছে। এই ট্রাক্টর গুলো সড়কে চলার কোন অনুমতি নেই। নেই বৈধ কোন কাগজপত্রও। অধিকাংশ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। আজ সকালে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে কালীকচ্ছ থেকে নাসিরনগরের দিকে রওনা দেয় বাদল। ধর্মতীর্থ এলাকায় যাওয়ার পর বিপরীত থেকে আসা মাটি বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর বাদলের সিএনজিটিকে চাপা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরূতর আহত হয় বাদল। যাত্রীরা আহত হন। বাদলকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশু সন্তানের পিতা বাদলের মৃত্যুতে পরিবারে কান্নার রোল পড়েছে। অকালে সন্তান হারানোর বেদনায় বারবার সংঙ্ঘাহীন হয়ে পড়ছেন বাদলের মাতা পিতা।