সরাইলে ঘাতক ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ এতিম হলো ৭ মাসের শিশু

- আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিমেন্ট বোঝাই একটি ঘাতক ট্রাক কেড়ে নিল রাসেল (২৭) নামের এক যুবকের প্রাণ। এক সন্তানের জনক রাসেল কালীকচ্ছ ইউনিয়নের বারৈইজীবি পাড়ার রফিকুল ইসলামের ছেলে। পিতা কী তা বুঝার আগেই চিরদিনের এতিম হলো ৭ মাসের ছেলে শিশু। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকটি আটক করেছেন সরাইল থানা পুলিশ। রাসেলের পরিবারে চলছে শোকের মাতম। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কালীকচ্ছ উত্তর বাজারের ‘সততা পোল্টি ফার্ম’-এ ব্যবস্থাপক পদে চাকরি করত রাসেল। ওই প্রতিষ্ঠানের কাজে মালিকের মটরবাইকটি চালিয়ে সরাইল গিয়েছিল। সরাইল থেকে ফেরার পথে সূর্যকান্দি এলাকায় ফায়ার সার্ভিসের সামনের সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাকায় মটরবাইকসহ পৃষ্ট হয় রাসেল। বিকট শব্দে দুমড়ে মুচড়ে গেছে মটরবাইকটি। রাসেলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় রাসেল। ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দৌঁড়ে এসে দেখেন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাসেলের নিথর দেহ। পরিবার বা অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন কর্তৃপক্ষ। পরিবারের সবার বড় ছেলের এমন আকস্মিক অনাকাঙ্খিত মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না রাসেলের মা বাবা। বেশী দিন হয়নি বিয়ের। চিরদিনের জন্য এতিম হয়ে গেল রাসেলের ৭ মাস বয়সের একমাত্র শিশু পুত্রটি। তাই রাসেলের পরিবারে চলছে শোকের মাতম। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার লিখিত কোন অভিযোগ করেননি। করবেনও না। থানায় আটককৃত ট্রাকের কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করে দেখব।