মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্ত:জেলা ডাকাত দলের ও ছিনতাইকারী চক্রের মূলহোতা ৫ মামলার আসামী রাসেল মিয়া (৩৪) গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত রাতে সরাইল ইউনিয়নের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রাসেল সরাইল সদরের পূর্ব কুট্রাপাড়ার মো. আবুল কালাম ওরফে কাশেমের ছেলে। তার বিরূদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারী পরোয়ানা মূলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল দীর্ঘদিন ধরে নিজ এলাকায় দল গঠন করে ডাকাতি ও ছিনতাই করে আসছে। গত কয়েক বছর ধরে ঢাকা ও অন্য জেলায়ও ডাকাতি ছিনতাই করছে। রাসেলের বিরূদ্ধে ডিএমপি’র শেরেবাংলানগর থানায় ১টি, সরাইল থানায় ৩টি ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১টি সহ আপাতত পাঁচটি মামলার রেকর্ড পাওয়া গেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাসেল আন্ত:জেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের দলের মূলহোতা। তার বিরূদ্ধে আরো কী কী মামলা আছে খতিয়ে দেখছি।