ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি অক্সিজেন ডিপোর উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইসলামি অক্সিজেন ডিপো ব্রাহ্মণবাড়িয়া জোন এর। ফলে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম শুরু করল দেশের বৃহত্তম ঔষধি গ্যাস শিল্প প্রতিষ্ঠান ইসলামি অক্সিজেন লিমিটেড। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ডিপোতেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামি অক্সিজেন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার বাদার উদ্দিন আল হোসেনের উপস্থিতিতে ডিপোটি উদ্বোধন করে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ডাঃ সাইফুদ্দিন খান শুভ্র। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে অক্সিজেন’ এই স্লোগানকে সামনে রেখেই শুধু ব্যবসা নয়, সেবার উদ্দেশ্যে আমরা পারিবারিক ভাবে ৩ ভাই মিলে ইসলামি অক্সিজেন লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলি। ইন্ডাস্ট্রি গ্যাস সরবরাহের পাশাপাশি পর্যাক্রমে মেডিকেল গ্যাস সরবরাহ শুরু করি। করোনাকালে যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো অপারগতা প্রকাশ করে অক্সিজেন সাপ্লাইয়ে সেখানে আমাদের প্রতিষ্ঠান অনবরত সাপ্লাই দিয়ে গিয়েছে। কমদামে ভালো মানের পণ্য মানুষের মাঝে পৌঁছে দেয়া প্রচেষ্টা সবসময় থাকে আমাদের। আমি আশা করি তিন জেলার (কিশোরগঞ্জ+ হবিগঞ্জ+ব্রাহ্মণবাড়িয়া) জন্য নির্মিত এই ডিপোটি মানুষের উপকারে আসবে এবং এইটি আরো বড় পরিষরে রুপান্তর হবে। সভাপতির বক্তব্যে ডাঃ সাইফুদ্দিন খান শুভ্র বলেন, অক্সিজেন সহ এই সমস্ত গ্যাসের বহুবিদ ব্যবহার থাকলেও করোনা কালে অক্সিজেন এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পেরেছে। কারণ করোনা যুদ্ধ জয়ের মূল অস্ত্র ছিল অক্সিজেন। ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য হাসপাতাল রয়েছে, তাই এখানে এই অক্সিজেন ডিপো হওয়ায় আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী নিজেদের ভাগ্যবানই বলতে পারি। কারণ এখন বিশেষ প্রয়োজনে অক্সিজেন সহ অন্যান্য গ্যাসের জন্য আমাদের আর দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রবিউল সানির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলার যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্তু, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। ফিতা কেটে ডিপো উদ্বোধন ও আলোচনা শেষে বেড়তলা জামিয়া রহমানিয়া এর শিক্ষা সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মোনাজাত বিশেষ মোনাজাত করেন।