ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অ্যাড. কাজী মাসুদ আহমেদের মনোনয়নপত্র জমা
- আপডেট সময় : ০৯:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পার্টির সভাপতি অ্যাড. কাজী মাসুদ আহমেদের মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সহকারী রিটার্নিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদকমন্ডলির সদস্য অ্যাড. মো. নাছির, সম্পাদকমন্ডলির সদস্য ও জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, আশুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দিজেন ঘোষ, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আল আমিন, জেলা যুবমৈত্রীর সভাপতি কাজী তানভীর মাহমুদ শিপন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্চয় পোদ্দার, যুবমৈত্রীর নেতা অপূর্ব দেব, সুহেল মিয়া প্রমুখ।
আজ দুপুরে উপজেলার তালশহর থেকে একটি নৈরাজ্য বিরোধী মিছিল নিয়ে অ্যাড. কাজী মাসুদ আহমেদ উপজেলার আলমনগরে পৌঁছেন। সেখানে এক সংক্ষিপ্ত সভায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে হাতুরি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।