মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মহর্ষি মনমোহন দত্তের ম্যুরাল উদ্ধোধন করা হয়েছে। সোমবার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে আনন্দ আশ্রমের সামনে মহান এই সাধকের মুর্যাল উদ্ধোন করেন নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক । সাতমোড়া আনন্দ আশ্রমের সভাপতি শঙ্করী দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন , ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মাখন ছাড়াও মনমোহন দত্তের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ২২ লাখ টাকা ব্যায়ে কবি সাধক মন মোহন দত্তের মুর্যাল এর পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেয় ।
উল্লেখ্য ১২৮৪ বঙ্গাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে মলয়া সঙ্গীত গ্রন্থের কালজয়ী কবি মনমোহন জন্মগ্রহণ করেন এবং ১৩১৬ বঙ্গাব্দে ২০আশি^ন ইহলোক ত্যাগ করেন।