ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিল্ডিং কোড আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বাড়ি নির্মাণের অভিযোগ নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগ নেতা শফিকুল ইসলাম ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ-পোশাক সরাইলে শহীদ পরিবারের পাশে এনসিপি’র যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি বন্দিদের ইফতারে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কারা কর্তৃপক্ষ

বেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন ইটভাটায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে

বেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন ইটভাটায়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে দিনেরাতে একাধিক বেকু দিয়ে কাটছে ফসলি জমির মাটি। ৬টি ট্রাক্টরে মাটি নিচ্ছে গ্রামের বসতি এলাকা ঘেষা আশপাশের ৩/৪টি ইটভাটায়। এর মধ্যে ‘সিয়াম’ নামের ইটভাটাটি চলছে পরিবেশ অধিদপ্তরের মেয়াদ উত্তীর্ণ ছাড়পত্র দিয়ে। কৌশলে চাপ প্রয়োগ করে মাটি বিক্রি করতে কৃষকদের বাধ্য করার অভিযোগ ওঠেছে। ধূঁলোয় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বাড়ি ঘর। ট্রাক্টরের যাতায়তে ধূঁলোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের রবিশষ্য। অভিযোগ ওঠেছে ফসলি মাঠের সরকারী রাস্তা কেটে ফেলারও। গ্রামবাসীর বাঁধা, আর্তচিৎকার, কাকুতি, মিনতি কোনটাই আমলে নিচ্ছেন না ভাটার মালিকরা। এসব ইটভাটা গড়ে ওঠেছে কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া, ধর্মতীর্থ বিলের পাড় ও দৌলতপাড়া গ্রাম ঘেঁষে। পরিবেশ অধিদপ্তরের মেয়াদ উত্তীর্ণ সনদপত্র দিয়েই চলছে ‘সিয়াম’ নামের ইটভাটার উৎপাদন। তাদের নেই আর কোন বৈধ কাগজপত্র। সরজমিনে দেখা যায়, বেকু দিয়ে গলানিয়া গ্রামের শুক্কুর মিয়ার ফসলি জমির মাটি কাটছেন ইটভাটার লোকজন। মাটি টানছে এক সাথে ৬টি ট্রাক্টর। তদারকি করছেন আল-আমীন নামের এক ব্যক্তি। গ্রাম ঘেঁষা কাঁচা সড়কে দিনে রাতে চলছে ট্রাক্টর। উড়ছে ধূঁলো। মূহুর্তের মধ্যে সবকিছু অন্ধকার। চারিদিকে দৌঁড়াদৌঁড়ি করছে শিশুরা। তাদের নাকে মুখে প্রবেশ করছে ধূঁলো। সড়কের পাশে গ্রামের কৃষকদের চাষ করা সকল রবিশষ্য ঢেকে যাচ্ছে ধূঁলোয়। বাড়ি ঘরের টিনের চালায় পড়েছে বালুর স্তর। ঘর থেকে বের হলেই ধূঁলো গিলতে হচ্ছে তাদের। ভিজে জামা কাপড় শুকাতে হচ্ছে ঘরের ভেতরেই। কৃষক মাহফুজ মিয়া (৬৫) দৌঁড়ে এসে চিৎকার করে জমি থেকে ট্রাক্টর সরাতে বলেন। তিনি বলেন, কত সুন্দর ছিল এই ফসলি মাঠ। এখন মাটি শ্বশ্বান করতেছে। কৃষি ধ্বংস করে দিচ্ছে এখানকার ইটভাটা গুলো। গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানের এত নিকটে ইটভাটা চালানোর অনুমতি সরকার কি ভাবে দিলেন? কৃষক ও প্রতিবন্ধি দুলাল মিয়া (৪৬) মাটি কাটায় বাঁধা দিয়ে বলেন, পাঁচ ফুট গভীরে মাটি কেটে উপরে রেখেছেন ২ ফুট জায়গা। আমার জমি ভেঙ্গে এই গর্তে পড়বে। দয়া করে মাটি কাটা বন্ধ করূন। আপনারা এমন সব কৌঁশলেই কৃষকদের ফসলি জমির মাটি বিক্রি করতে বাধ্য করছেন। সব শেষ করে দিয়েছেন তো। কৃষক ইদ্রিস মিয়া (৩১) অভিযোগ করে বলেন, সকল ফসল শেষ। আমরা না করলেও শুনতেছে না। ধানের বীজতলা বাদ হয়ে গেছে। গত বছরও আমার সকল ফসল ধ্বংস হয়ে গেছে। এবারও মরিচ, আলু, রসুন, পেয়াজ, সরিষা বুনেছি। সকল ফসলই ধূঁলোয় শেষ করে দিয়েছে। ধূঁলোর যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না। কাপড় শুকাতে পারছি না। এ ছাড়া এখানে একটি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা কষ্ট করছে। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের আধা কিলোমিটারের মধ্যেই সিয়াম ব্রিক্সের অবস্থান। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিকে টাকায় ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করছেন। সিয়াম ইটভাটার মালিক মন মিয়া মেয়াদ উত্তীর্ণ পরিবেশের ছাড়পত্র দেখিয়ে বলেন, অন্য কাগজ গুলো পক্রিয়াধীন। মেয়াদ শেষ হয়েছে এখন কর্তৃপক্ষ না বললে আমরা কাগজ করব কেন? ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জুবায়ের হোসেন বলেন, সরাইলের ‘সিয়াম’ নামের ইটভাটাকে আমরা অনেক আগেই অবৈধ ঘোষণা করেছি। কমপক্ষে ৫০ বা তার অধিক সংখ্যক পরিবার বসবাসের গ্রাম, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করার বিধান নেই। আমরা সরজমিনে বিষয় গুলো দেখব। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, ফসলি জমির মাটি বিক্রয় ও কাটার বিষয়ের আইনি ব্যাখ্যাটি আমি পরে দিচ্ছি। আর অন্যসব বিষয়েও খুঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন ইটভাটায়

আপডেট সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে দিনেরাতে একাধিক বেকু দিয়ে কাটছে ফসলি জমির মাটি। ৬টি ট্রাক্টরে মাটি নিচ্ছে গ্রামের বসতি এলাকা ঘেষা আশপাশের ৩/৪টি ইটভাটায়। এর মধ্যে ‘সিয়াম’ নামের ইটভাটাটি চলছে পরিবেশ অধিদপ্তরের মেয়াদ উত্তীর্ণ ছাড়পত্র দিয়ে। কৌশলে চাপ প্রয়োগ করে মাটি বিক্রি করতে কৃষকদের বাধ্য করার অভিযোগ ওঠেছে। ধূঁলোয় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বাড়ি ঘর। ট্রাক্টরের যাতায়তে ধূঁলোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের রবিশষ্য। অভিযোগ ওঠেছে ফসলি মাঠের সরকারী রাস্তা কেটে ফেলারও। গ্রামবাসীর বাঁধা, আর্তচিৎকার, কাকুতি, মিনতি কোনটাই আমলে নিচ্ছেন না ভাটার মালিকরা। এসব ইটভাটা গড়ে ওঠেছে কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া, ধর্মতীর্থ বিলের পাড় ও দৌলতপাড়া গ্রাম ঘেঁষে। পরিবেশ অধিদপ্তরের মেয়াদ উত্তীর্ণ সনদপত্র দিয়েই চলছে ‘সিয়াম’ নামের ইটভাটার উৎপাদন। তাদের নেই আর কোন বৈধ কাগজপত্র। সরজমিনে দেখা যায়, বেকু দিয়ে গলানিয়া গ্রামের শুক্কুর মিয়ার ফসলি জমির মাটি কাটছেন ইটভাটার লোকজন। মাটি টানছে এক সাথে ৬টি ট্রাক্টর। তদারকি করছেন আল-আমীন নামের এক ব্যক্তি। গ্রাম ঘেঁষা কাঁচা সড়কে দিনে রাতে চলছে ট্রাক্টর। উড়ছে ধূঁলো। মূহুর্তের মধ্যে সবকিছু অন্ধকার। চারিদিকে দৌঁড়াদৌঁড়ি করছে শিশুরা। তাদের নাকে মুখে প্রবেশ করছে ধূঁলো। সড়কের পাশে গ্রামের কৃষকদের চাষ করা সকল রবিশষ্য ঢেকে যাচ্ছে ধূঁলোয়। বাড়ি ঘরের টিনের চালায় পড়েছে বালুর স্তর। ঘর থেকে বের হলেই ধূঁলো গিলতে হচ্ছে তাদের। ভিজে জামা কাপড় শুকাতে হচ্ছে ঘরের ভেতরেই। কৃষক মাহফুজ মিয়া (৬৫) দৌঁড়ে এসে চিৎকার করে জমি থেকে ট্রাক্টর সরাতে বলেন। তিনি বলেন, কত সুন্দর ছিল এই ফসলি মাঠ। এখন মাটি শ্বশ্বান করতেছে। কৃষি ধ্বংস করে দিচ্ছে এখানকার ইটভাটা গুলো। গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানের এত নিকটে ইটভাটা চালানোর অনুমতি সরকার কি ভাবে দিলেন? কৃষক ও প্রতিবন্ধি দুলাল মিয়া (৪৬) মাটি কাটায় বাঁধা দিয়ে বলেন, পাঁচ ফুট গভীরে মাটি কেটে উপরে রেখেছেন ২ ফুট জায়গা। আমার জমি ভেঙ্গে এই গর্তে পড়বে। দয়া করে মাটি কাটা বন্ধ করূন। আপনারা এমন সব কৌঁশলেই কৃষকদের ফসলি জমির মাটি বিক্রি করতে বাধ্য করছেন। সব শেষ করে দিয়েছেন তো। কৃষক ইদ্রিস মিয়া (৩১) অভিযোগ করে বলেন, সকল ফসল শেষ। আমরা না করলেও শুনতেছে না। ধানের বীজতলা বাদ হয়ে গেছে। গত বছরও আমার সকল ফসল ধ্বংস হয়ে গেছে। এবারও মরিচ, আলু, রসুন, পেয়াজ, সরিষা বুনেছি। সকল ফসলই ধূঁলোয় শেষ করে দিয়েছে। ধূঁলোর যন্ত্রণায় বাড়িতে থাকা যায় না। কাপড় শুকাতে পারছি না। এ ছাড়া এখানে একটি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা কষ্ট করছে। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের আধা কিলোমিটারের মধ্যেই সিয়াম ব্রিক্সের অবস্থান। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিকে টাকায় ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করছেন। সিয়াম ইটভাটার মালিক মন মিয়া মেয়াদ উত্তীর্ণ পরিবেশের ছাড়পত্র দেখিয়ে বলেন, অন্য কাগজ গুলো পক্রিয়াধীন। মেয়াদ শেষ হয়েছে এখন কর্তৃপক্ষ না বললে আমরা কাগজ করব কেন? ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জুবায়ের হোসেন বলেন, সরাইলের ‘সিয়াম’ নামের ইটভাটাকে আমরা অনেক আগেই অবৈধ ঘোষণা করেছি। কমপক্ষে ৫০ বা তার অধিক সংখ্যক পরিবার বসবাসের গ্রাম, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করার বিধান নেই। আমরা সরজমিনে বিষয় গুলো দেখব। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, ফসলি জমির মাটি বিক্রয় ও কাটার বিষয়ের আইনি ব্যাখ্যাটি আমি পরে দিচ্ছি। আর অন্যসব বিষয়েও খুঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।