ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিকের ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই বাসের যাত্রীই আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
News Title :
বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ২০
- Reporter Name
- Update Time : 07:23:46 pm, Wednesday, 27 April 2022
- 207 Time View
Tag :
জনপ্রিয় খবর