ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ টি ইউনিয়নের ৭০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মো. নাজির মিয়া। আজ বুধবার দিয়েছেন কুন্ডা, গোকর্ণ, বুড়িশ্বর, চাপড়তলা, চাতলপাড়, ভলাকুট ও গোয়ালনগর ইউনিয়নে। মঙ্গলবার বিকেলে নাসিরনগর সদরে নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সদর ও বুড়িশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে এই উপহার সামগ্রি তুলে দেন। উপহার প্রদান অব্যাহত থাকবে আগামী ১৭ জুলাই রোববার পর্যন্ত। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. নাজির মিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু হরিপদ দুলাল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মো. নাজির মিয়ার স্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে: অব: প্রয়াত গোলাম নূর মিয়ার কন্যা উপজেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী রূমা বেগম, কৃষকলীগের সদস্য সচিব নুরে আলম, এম.এ কাশেম, গোলাম মোহাম্মদ তারেক, বাচ্চু মিয়া তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ আরমান নুর ও রাম প্রসাদ মল্লিক প্রমূখ। নাজির মিয়া ও রূমা আক্তার বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানবসেবার চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। করোনাকালেও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ১৩টি ইউনিয়নের দরিদ্র অসহায় কর্মহীন এক হাজার পরিবারকে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। এবার ঈদ সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মাহবুব খান বাবুল