মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র তেরকান্দা ফাতেমা কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও দুইবারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। দুইবারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার হাতে তুলে দেন সম্মাননার ক্রেস্ট।কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হাফেজ মফিজুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক মোস্তাফিজুর রহমান তামিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সরাইল মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান বাবুল, সুহিলপুর হারুন অর রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক জাফর আহমেদ আকসির, প্রভাষক আবু হানিফ মুন্সি, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন, সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, বিশিষ্ট ও শালিস করক ফরিদ উদ্দিন মৃধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফ উদ্দিন, অভিভাবক মো. বাবুল মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তরা ১৭ বছর ধরে চলমান এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রশংসা করে সরকারের কাছ কিন্ডার গার্টেন স্কুল গুলোর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দুটি প্রস্তাব করেছেন। প্রথমত সরকারী স্কুলের মত কিন্ডার গার্টেনের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। দ্বিতীয়ত ৬ষ্ট শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তাদেরকে সমান সুযোগ দেয়া। সবশেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে অতিথিরা।