মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
248

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে “পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই”-এ স্লোগানকে সামনে রেখে সরাইলের চুন্টায় বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগার আয়োজন করেছিল আলোচনা সভা পুরস্কার বিতরণের। আজ শনিবার দুপুরে গ্রন্থাগার চত্বরে সাবেক চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ ফরিদ। গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. এখলাছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরূল গবেষক মো. জেহাদ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপক জহির উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের সরাইল শাখার সভাপতি সাংবাদিক মো. শফিকুর রহমান, সাংবাদিক শেখ মো. সিরাজুল ইসলাম প্রমূখ। বক্তারা শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, বই জ্ঞানের চোখ খুলে। মানুষকে আলোকিত করে। খারাপকে দূর ঠেলে। ভালকে কাছে টানে। অবসর সময়ে গ্রন্থাগারে বসে বই পড়লে আরো সমৃদ্ধ হবে। অর্জিত শিক্ষা স্বার্থক হবে। প্রত্যেকের ঘরেই যেন লাইব্রেরী থাকে। সবশেষে রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আর গ্রন্থাগারের পক্ষ থেকে সম্মাননা স্বারক দেয়া হয় অতিথিদের। এর আগে গ্রন্থাগারে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” উদ্বোধন করেছেন অতিথিরা।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here