ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৩৫৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম আফরোজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা। বিবাদীগণের সাথে ভিকটিম ও তার আত্মীয় স্বজনের বংশগত বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত ২৩ নভেম্বর ১৫.০০ ঘটিকা হতে ১৭.৩০ ভিকটিম মধ্যে বিবাদীগণ ভিকটিম ও তার আত্মীয় স্বজনের সাথে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা শুরু করে। এক পর্যায়ে একজন বিবাদীর হাতে থাকা বল্লম দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে ভিকটিম বাম পায়ের হাটুর নিচে ছিদ্রযুক্ত গুরুতর জখম প্রাপ্ত হয় এবং অন্যান্য বিবাদীরা ভিকটিমকে এলোপাতারি আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়। অন্যান্য বিবাদীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা পুনরায় এলোপাতারি আঘাত করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে বিবাদীরা চলে যায়। ভিকটিমের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (৭ জানুয়ারী) আনুমানিক দুপুর ১৩.০৫ ঘটিকায় সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং-৩১, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ৩নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- শাহজাহান মিয়া (৫৫), পিতা- আব্দুর রশিদ মেম্বার, এবং আনোয়ার মিয়া (৫০), পিতা- মৃত আহমদ আলী, উভয় দেওড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য যে, গত ২১ ডিসেম্বর উক্ত মামলার এজাহারনামীয় ২৩নং আসামিকে র্যাব-৯ কর্তৃক গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।






















