২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবসে সরাইলে প্রতিবাদ ও শোক র্যালি

- আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজ রবিবার ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালন করেছেন সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দিবসটি পালন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ সকালে প্রতিবাদ ও শোক র্যালি বের করে। এ সময় র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের কিছু নেতা কর্মী। মিছিলটি সরাইল সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহিদ মিনার চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট। বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভা চলাকালে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে সেই দিন গ্রেনেট বিস্ফোরণ ঘটিয়ে ছিল বিএনপি জামাত। শেখ হাসিনাকে আল্লাহ রক্ষা করলেও আইভি রহমানসহ সেইদিন আ’লীগের ২২ নেতা কর্মী প্রাণ হারিয়েছে। শতশত লোক স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। অনেকেই বরণ করেছেন স্থায়ী পঙ্গুত্ব। বছর ঘুরে দিনটি আসলেই ক্ষতবিক্ষত ওই লোক গুলোর চোখের জল গড়িয়ে পড়ে। রক্তাক্ত বিভিষিকাময় ভয়াল সেই চিত্র আজও কাঁদায় আ’লীগের অগণিত নেতা কর্মীকে। এতবড় একটি নীল নকশাকে ধামাচাপা দিতে এরা সাজিয়েছিল জজ মিয়া নাটক। পার পায়নি। কারণ সত্য কোন দিন চাপা থাকে না। ধিক্কার ও তীব্র নিন্দা জানাই বিএনপি জামাতের নেই কাপুরূষদের। বাংলাদেশের ইতিহাসে গ্রেনেট হামলাকারী কাপুরূষদের নাম থাকবে অনন্তকাল।
মাহবুব খান বাবুল