সরাইলে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম (২৪) ও জাকির হোসেন (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই জনের বাড়িই শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি এলাকায়। আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জাহিদুলকে আর গত বুধবার বিকেলে গ্রেপ্তার করেছেন জাকিরকে। এরা দু’জনই একাধিক মাদক মামলার আসামী। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুন্সিহাটি এলাকার জাকির একাধিক সহযোগি নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফায়জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিহাটিতে অভিযান চালিয়ে শয়ন কক্ষ থেকে ৭৫ পিস ইয়াবাসহ জাকিরকে গ্রেপ্তার করেন। এ সময় জাকিরের কয়েকজন সহযোগি কৌশলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার আবারও অভিযান চালিয়ে অপর সহযোগি জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তারা দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মাদক কারবারি ও সেবনকারী কেউই রেহাই পাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাহবুব খান বাবুল