সরাইলে ৩’শত প্রশিক্ষণার্থী মহিলাকে ৩০ লাখ টাকা ভাতা প্রদান
- আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ২১৪ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ২০২১-২০২২ অর্থবছরের ৪টি ক্যাটাগড়িতে সরাইলে মোট ৩’শত মহিলা প্রশিক্ষণ গ্রহন করেছেন। গতকাল বৃহস্পতিবার সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় ওই প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে প্রশিক্ষণের ভাতা প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত বিজনেজ ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, বিউটি ফিকেশন, ক্যাটারিং ইন্টেরিয়র ডিজাইন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ের প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২’শত জন মহিলা ৮০ দিন প্রশিক্ষণ গ্রহন করেছেন। তারা প্রত্যেকে দৈনিক ১৫০ টাকা করে ১২ হাজার টাকা পেয়েছেন। মোট প্রদান করা হয়েছে ২৪ লাখ টাকা। ৪০ দিন প্রশিক্ষণ গ্রহন করায় ১’শত জন মহিলার প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। প্রকল্পের সভাপতি আ’লীগ নেত্রী মিনারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে উপসি’ত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী, মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান, প্রশিক্ষক তানজিনা আক্তার, তানিয়া আক্তার, আকলিমা আক্তার, আছমা বেগম, সাবিকুন্নাহার ও কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান।
মাহবুব খান বাবুল