মাহবুব খান বাবুল, সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জলিল শাহ’র মাজারের পশ্চিম পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নোয়াগাঁও’র জলিল শাহ’র মাজার এলাকায় এস আই জয়নাল আবেদীনের-১ নেতৃত্বে অভিযান চালায় সরাইল থানা পুলিশ। অভিযানকালে তারা ২ যুবককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলো-নোয়াগাঁও মোতাঈদ বাড়ির আবদুল হাকিম মোতাঈদের ছেলে সুবেল মোতাঈদ (২৫)। একই ইউনিয়নের মো. আবু ছিদ্দিকের ছেলে মো. রাসেল মিয়া (২৪)। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মাদকের বিরূদ্ধে আমরা বরাবরই জিরো টলারেন্সে। আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।