সরাইলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

- আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান ও সাফল্যের এক যুগে পদার্পন করেছে সৈয়দটুলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল। স্বপ্ন পূরণে শিক্ষানুরাগী বেলায়েত হোসেন মিল্লাদের তত্ত্বাবধানে আলো ছড়িয়ে চলছে বিদ্যালয়টি। যুগ ফূর্তিতে তাদের বর্ণাঢ্য আয়োজন সাড়া জাগিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। সংবর্ধনা ও পুরস্কার প্রাপ্তির আনন্দে মন খুলে হাঁসছে কোমলমতি শিক্ষার্থীরা। এ যেন অন্যরকম এক মিলনমেলা।
গত শনিবার বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালক বেলায়েত হোসেন মিল্লাদের সঞ্চালনায় প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা জয়নাল আবেদীন, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রহমত হোসেন, সরাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মেধাবী ৬৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ১২ জন শিক্ষক ও বিশেষ ক্যাটাগরি মূল্যায়নে ১০ জন অভিভাবককে দেয়া হয়েছে সম্মাননা স্বারক।