সরাইলে মহান শহিদ দিবস পালিত

- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ভাষার জন্য শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি, জাপা, সরাইল সরকারী কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, ত্রিতাল সংগীত নিকেতন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিরা। সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারি কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মো. আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সম্পাদক তৌফিক আহমেদ তফছির। সবশেষে প্রধান অতিথি মাতৃভাষা বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।