সরাইলে বন্ধন মহিলা উন্নয়ন সমিতির কার্যালয় পরিদর্শন

- আপডেট সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
সরাইলে ‘বন্ধন মহিলা উন্নয়ন সমিতি’ এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা’র প্রশিক্ষণ শাখার প্রোগ্রাম অফিসার নাহিদা সুলতানা। আজ সোমবার সকালে তিনি উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ান পাড়ার এই প্রতিষ্ঠানে আসেন। এ সময় উনার সাথে ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপ পরিচালকের কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. সোহাগ মিয়া, ট্রেড ইন্সট্রাক্টর রাহেলা ঠাকুর। পরিদর্শন টীম বন্ধন মহিলা উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্ষুদ্র উদ্যোক্তা আকলিমা আক্তার রেশমাসহ সমিতির মহিলা সদস্যদের সাথে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের হস্তকর্ম যেমন-নকশী থ্রীপিছ, নকশীকাঁথা, নকশী কুশন কাভার, পুথি দিয়ে তৈরী শো-পিছ, বাঁশের ফুলদানী, কাগজের শো-পিছ, পাটের শো-পিছ ইত্যাদি দেখে মুগ্ধ হন। এসব কাজের খুবই প্রশংসা করেন। সংগঠনের সভাপতি রেশমা বলেন, আমাদের মূল লক্ষই হলো সমাজের বঞ্চিত বিধবা ও গৃহিণীদের বিভিন্ন হস্তকর্মের উপর প্রশিক্ষণ দেয়া। যাতে করে নিজের বাড়িতেই কুটির শিল্প গড়ে তুলতে পারে। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন।
মাহবুব খান বাবুল