ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে তামিম(৭)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি ডুবা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। তামিম ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। মিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে তামিমকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডুবা থেকে অচেতন অবস্থায় তামিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অরুয়াইল রফিক মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুটি মৃত্যুর বিষয়ে অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, আমি স্থানীয় লোকদের কাছ থেকে জেনেছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ কোন কিছুই জানাননি।
মাহবুব খান বাবুল