সরাইলে গণহত্যা দিবসে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

- আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে
সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে গণহত্যায় নিহতদের সমাধিতে পুষ্ফস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল পাক সেনারা কুচনি গ্রামের নিরীহ ৯ জন নারী পুরূষকে নির্মমভাবে হত্যা করে এই স্থানে মাটি চাপা দিয়েছিল। দিবসটির গুরূত্ব তুলে ধরে কুচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি ও বধ্যভূমি বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী ও বিশিষ্ট ব্যবসায়ি শিক্ষানুরাগী সাংবাদিক মো. আব্দুল মালেক ও শহিদদের স্বজনরা। প্রধান অতিথি বলেন, দ্রূততম সময়ের মধ্যে এখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা করা হবে।
মাহবুব খান বাবুল