সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে গণহত্যায় নিহতদের সমাধিতে পুষ্ফস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল পাক সেনারা কুচনি গ্রামের নিরীহ ৯ জন নারী পুরূষকে নির্মমভাবে হত্যা করে এই স্থানে মাটি চাপা দিয়েছিল। দিবসটির গুরূত্ব তুলে ধরে কুচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি ও বধ্যভূমি বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী ও বিশিষ্ট ব্যবসায়ি শিক্ষানুরাগী সাংবাদিক মো. আব্দুল মালেক ও শহিদদের স্বজনরা। প্রধান অতিথি বলেন, দ্রূততম সময়ের মধ্যে এখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা করা হবে।
মাহবুব খান বাবুল