দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মহলের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষে সরাইলে আইন শৃঙ্খলা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, কলেজের অধ্যক্ষ, সাংবাদিক নেতা সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদৃলের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রমথ নাথ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. ছায়েদ হোসেন, খায়রূল হুদা চৌধুরী বাদল, মো. মোস্তাফিজুর রহমান, কাউছার হোসেন, মো. হুমায়ুন কবির, পুজাঁ উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায় ও সম্পাদক ঠাকুরধন বিশ্বাস, সদর কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ বণিক প্রমূখ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস’ করতে ভিন্ন ধরণের ষড়যন্ত্র চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ওই ষড়যন্ত্রেরই অংশ। সরাইলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও হিন্দুদের ধর্মীয় উপাসনালয় গুলোকে নিরাপদ রাখতে গুরূত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন বক্তারা। এসব বিষয়ে পরিবার ও সমাজের সকল ক্ষেত্রে মানুষকে আরো সচেতন করার আহবান করা হয়। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটি গুলোতে মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, স্কুল ও মাদরাসার শিক্ষক, ধর্মীয় নেতাদের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়। জনপ্রতিনিধি সহ সকলকে যার যার অবস্থান থেকে সরকার ও দেশের স্বার্থে কাজ করার আহবান জানানো। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হউক আইন তাকে ক্ষামা করবে না বলে হুশিয়ার করেছেন প্রশাসন।
মাহবুব খান বাবুল