সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ বোতল বিদেশী মদসহ ১ জন গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
- আপডেট সময় : ০৮:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পুলিশ ৫৮ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করে। সোমবার (২০ জানুয়ারি) তারিখ ১৪:৪৫ ঘটিকার সময় কসবা থানায় কর্মরত এসআই(নিঃ) সুজন চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় কসবা পৌরসভাস্থ সাহাপুর পূর্ব পাড়া নশু মিয়ার বাড়ীর সামনে পুকুর পাড় সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ৪৮ বোতল BLENDED WHISKY, Mc Dowell’s No-1, 180ml, PRODUCE OF INDIA, ১০ বোতল DELUXE WHISKY, ROYAL STAG, 750ml বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলেন – রবিউল ইসলাম মিলন (২৮) কসবা উপজেলার কায়েমপুর ইউপি’র জাজিসার গ্রামের পূর্ব পাড়া ২ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে। গৃহীত উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।