ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা নোয়া পাড়া এলাকায় এক পুকুর থেকে আব্দুর রহমান (১০) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। আজ শনিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকার ফারুক মিয়ার ছেলে সে নূরিয়া তাহফিযুল কোরআন মাদরাসার ছাত্র। স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহমান মাদরাসার পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে তার দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে দমকল বাহিনী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোলায়মান মিয়া বলেন, শিশুটি অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।