দৈনিক`প্রতিদিনের বাংলাদেশ` পত্রিকার পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সংস্কৃতি জোটের আহবায়ক আবদুন নূর।
সভাশেষে তাহের উদ্দিন ভূইয়া কে আহ্বায়ক ও আবদুল মতিন শিপন কে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন শারমিন সুলতানা ও কোহিনূর আক্তার। কমিটির অন্য সদস্যরা হলেন তিতাস হুমায়ুন, আদিত্য কামাল, নুসরাত জাহান জেরিন,নাইমা আহমেদ উমি, মো. আরমান আদনান, মো মাজহারুল ইসলাম চৌধুরী, শেখ সুলতানা রাজিয়া।