মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ছেলে ২১ জন ও মেয়ে ৩৮ জন। প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ৯ টি ইউনিয়নের সরকারী প্রাথমিক ও কিন্ডার গার্টেন বিদ্যালয় সমূহ থেকে শতকরা ২০ ভাগ হিসেবে ১২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করার কথা। উপজেলা সদরের সরকারী অন্নদা উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অন্নদা কেন্দ্রে অনুপস্থিত ৪০ জন ও বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ১৯ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজীজ বিষয়টি নিশ্চিত করেছেন।