প্রাণ ফিরে পাচ্ছে বিসিক শিল্পনগরীর একমাত্র পুকুরটি
- আপডেট সময় : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলমের নির্দেশে র্দীঘদিন পর বিসিক শিল্পনগরি, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে থাকা একমাত্র পুকুরটি সংস্কার কাজ শুরু হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন এই সংস্কার কাজের উদ্ধোধন করেন। বিসিক শিল্পনগরি, ব্রাহ্মণবাড়িয়ার শিল্প কলকারাখানা মালিকদের সহযোগিতায় র্দীঘদিন পর এই পুকুরটি সংস্কার করা হচ্ছে। জানাযায় র্দীঘদিন ধরে বিসিক শিল্পনগরি, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে থাকা পরিত্যক্ত অবস্থায় পুকুরটি পড়ে আছে। পাশাপাশি কলকারখানার বর্জ্য পুকুরটিতে প্রতিনিয়ত যাওয়ার ফলে দিনে দিনে এই পুকুরটি প্রাণ হারানোর উপক্রম হয়েছিল। পুকুরটি দ্রুত সংস্কার হলে একদিকে বিসিক শিল্পনগরি, ব্রাহ্মণবাড়িয়ার সৌর্ন্দয বৃদ্ধি পাবে, পাশাপাশি পুকুরটিও পুণরায় তার প্রাণ ফিরে পাবে।
এই সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরি, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. রোকন উদ্দিন ভূইয়া, শিল্পনগরি কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর ও বিসিক শিল্পনগরীর মালিক সমিতির প্রতিনিধিরা প্রমুখ
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম স্যারের নির্দেশে র্দীঘদিন পর বিসিক শিল্প নগরি, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে থাকা একমাত্র পুকুরটি সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পুকুরটির সংস্কার কাজ শেষ হবে।