নবীনগরে মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নবীনগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঋষি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা নেত্রী রনু ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুতফুন্নাহার, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নার্গিস বেগম , মহিলা নেত্রী শেফালী, শ্যামগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা, ব্যবসায়ী লিটন মিয়া। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হরিদাস ঋষি, স্বপন ঋষি, হরনাথ ঋষি, বাবুল ঋষি, ধনঞ্জ ঋষি, গোপন্দ ঋষি, যমুনা ঋষি, বেদনা ঋষি,পুষ্পা ঋষি প্রমুখ।
উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানানো হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম নবীনগর বাসীর সেবা করার লক্ষ্যে সকলের সহযোগিতা চান ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন। উঠান বৈঠকে তিনি উপস্থিত লোকজনের বিভিন্ন অভাব অভিযোগ ও কষ্টের কথা মনযোগসহকারে শোনেন এবং সমস্যার সমাধানের আপ্রান চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।