দৈনিক দেশ রূপান্তরের ৫ম বর্ষে পদার্পনে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশবরেন্য কবি ও মুক্তিযুদ্ধের গবেষক জয়দুল হোসেন এর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী পঙ্কজ দেবের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.শাখাওয়াত হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত ভাষণ প্রদান করেন দেশ রূপান্তর জেলা প্রতিনিধি মো.মনির হোসেন। এসময় প্রধান অতিথি ও অতিথিবৃন্দ দেশ রূপান্তরের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার পথে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে।
News Title :
দৈনিক দেশ রূপান্তরের ৫ম বর্ষে পদার্পনে ব্রাহ্মণবাড়িয়ায় শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : 08:22:02 pm, Sunday, 12 March 2023
- 118 Time View
Tag :
জনপ্রিয় খবর