সরাইলের চুন্টা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ জুন রোববার রাতে দলীয় প্যাডে উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক নূরূল আসিন মাষ্টার ও সদস্য সচিব মো. নূর আলম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে। মো. নজরূল ইসলামকে আহবায়ক, মো. আকাইদ মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সামছুল হককে করা হয়েছে সদস্য সচিব। এই তিন জনের স্বাক্ষরে পরিচালিত হবে সাংগঠনিক কার্যক্রম। উপজেলা যুবদলের নেতৃবৃন্দ গত রোববার রাতে নবগঠিত আহবায়ক কমিটির হাতে আনুষ্ঠানিক ভাবে অনুমোদনের পত্র তুলে দিয়েছেন। শাহজাদাপুর ইউপি যুবদলের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি’র সভাপিত মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু। দলকে আরো গতিশীল করার লক্ষ্যে তৃণমূলে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মাহবুব খান বাবুল