মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদালতে মামলা চলমান থাকা সত্বেও গভীর নলকূপ ঘেরে সরকারি (বিএস-১/১ নং খতিয়ানভূক্ত) ৩৩ শতক জায়গা দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের আসকর আলীর ছেলে সালাম মিয়ার বিরূদ্ধে। কোন অনুমতি বা বৈধতা ছাড়াই আজ বুধবার সকাল থেকেই নলকূপ বসানোর কাজ করছেন। স্থানীয় ভূমি কর্মকর্তা বলছেন এই জায়গায় কেউ কোন ধরণের কাজ করার আইনগত ভিত্তি নেই। অথচ সালাম বলছেন কাগজে একটু ভেজাল আছে। তারপরও দীর্ঘদিন দখলে আছি। তাই কাজ করছি। বাবায় করছে। দাদাও করছে। ওদিকে মালিকানা দাবী করে কাগজের ভুল সংশোধনের জন্য আদালতে মামলা চলছে। সুযোগে দখলের চেষ্টা করছে বিধায় সালাম মিয়ার কাজ বন্ধ রাখার জন্য সরাইল থানায় গত ২২ অক্টোবর একটি লিখিত অভিযোগও করেছেন রাজু আহমেদ নামের এক ব্যক্তি। মামলা, অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বড়াইল মৌজার এস এ খতিয়ান নং-৫০৯, বিএস খতিয়ান নং-১/১, সাবেক দাগ নং-৩৭৭, হালে ৫৭৭। জায়গার পরিমাণ ৩৩ শতক নাল জমি। রাজু আহমেদের অভিযোগে জানা জানায়, তার পিতা শহীদ মিয়া খরিদাসূত্রে ওই জায়গার মালিক। ভুল বশত বিএস খতিয়ানে বাংলাদেশ সরকারের নাম লিপিবদ্ধ হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য তারা ২০২১ খ্রিষ্টাব্দের ৯ সেপ্টেম্বর দেওয়ানী মামলা (নং-৪৮৯) করেছেন। মামলাটি আদালতে বিচারাধীন আছে। এমতাবস্থায় আসকর আলী ওই জায়গাটি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাধা দেওয়ায় রাজুদের সাথে আসকর আলীর ছেলে সালামদের বিরোধ সৃষ্টি হয়েছে। সালামরা প্রতিপক্ষকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। বিষয়টিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর সালাম বলছে, জায়গাটি সরকারি নয়। কাগজপত্রে তারাই জায়গার মালিক। তবে কাগজে একটু ভেজাল আছে। দেড় বছর আগে তারাও মামলা করেছেন। মামলার পথে মামলা আছে। তাতে কী হয়েছে? দাদা করেছে। বাবা করেছে। তাই আমরাও জায়গার দখল ছাড়ব না। আমরাই দখলে আছি। আদালত দখলে বাঁধা থাকার কথা বলেননি। ওই জায়গায় গভীর নলকূপ ঘারার কাজ করছি। করবই। জায়গাটিতে কাজ করছি স্থানীয় লোকজন ও নায়েবসহ সকলেই জানেন। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সবই টাকার খেলা। জায়গাটি সরকারি। মামলাও চলমান আছে। এরপরও চারিদিকে টাকা দিয়ে ম্যানেজ করেই জোর পূর্বক নলকূপ ঘারার চেষ্টা করছেন শহীদ মিয়ার ছেলে সালাম গংরা। সত্য জেনেও অনেকেই এখন নীরব। প্রশাসনের কাছে গিয়েও রাজুরা ভাল কিছু পায়নি। গোপনে একটি সিন্ডিকেটও তৈরী হয়ে গেছে। চুন্টা ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা মো. জুয়েল মিয়া বলেন, জায়গাটি ১/১ নং খাস খতিয়ানভূক্ত। কারো বৈধ মালিকানার কোন কাগজপত্র নেই। এই সরকারি জায়গায় কারো কোন ধরণের কাজ করার বৈধতা নেই। তাই আসকর আলীরা নলকূপ বসাতে পারেন না। আমি তাদের কাজে একাধিকবার বাঁধা দিয়েছি। সন্ধ্যায়ও কাজ বন্ধ করে দিয়েছি। রাতে কী করে আল্লাহই জানেন। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) এর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল মুঠোফোনে বলেন, ১০ বছর আগে বিএ হয়েছে। আইনি পক্রিয়ায় সংশোধনের সকল ধরণের সুযোগ ও সময়ও শেষ। উনাদের জায়গা হলে এতদিন বসে ছিলেন কেন? এটা সরকারি জায়গায়। এখানে জবর দখল চলবে না। আমি নায়েবের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।