গ্যাস নিতে মহাসড়কের উপর অটোরিকশার লাইন

0
210

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া এলাকায় অর্ধশতাধিক সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ‘ফাহাদ ফিলিং ষ্টেশন’ এর সামনে মহাসড়কের উপরের এ চিত্র। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। তাই অনেকটা ঝুঁকি নিয়েই সড়কের দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছেন একাধিক চালক। অটোরিকশা চালকরা জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্ধ্যা ৬ টার পর ফিলিং ষ্ট্যাশন গুলো গ্যাস করতে পারবেন না। আর সারা দিনে একবার সিলিন্ডার ভরে গ্যাস নিতে পারলে কোন রকমে চলে যায় চালকদের। সকালে একটু ফ্রি থাকলেও ১১-১২টার পর ফিলিং ষ্ট্যাশনে লাইন লেগে যায়। এ ছাড়া মহাসড়কের এই অংশে ফোরলেনের কাজ চলমান থাকায় সড়ক সরূ হয়ে আছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের ফাহাদ ফিলিং ষ্ট্যাশনের সামনের সড়কের উপর অর্ধশতাধিক অটোরিকশার লাইন। গ্যাস না নিতে পারলে অটোরিকশা বন্ধ। সরূ মহাসড়কের দুইদিকেই অনবরত চলছে গাড়ি। এর মধ্যেই এক পাশে কোন রকমে লাইন ধরে দাঁড়িয়ে আছে অটোরিকশা গুলো। চালকরা জানায়, দাঁড়িয়ে থাকা অটোরিকশায় যে কোন সময় আঘাত করে পারে চলমান গাড়ি গুলো। ঘটতে পারে অন্য কোন দূর্ঘটনাও। গ্যাস না নিতে পারলে তো বসে থাকতে হবে। ইনকাম বন্ধ। আহার জুটবে না। তাই ঝুঁকি নিয়েই লাইনে দাঁড়িয়ে থাকা। ভরসা আল্লাহ।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here