সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা

0
112

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভার্চুয়ালি এ সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।”৮০০ কোটির পৃথিবী,সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এমন প্রতিপাদ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। ভার্চুয়ালি সভায় বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, দৈনিক আজকের পত্রিকার সরাইল প্রতিনিধি এম মনসুর আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া। এ সময় বিগত বছরে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যাক্তির নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ নির্বাচিত ব্যাক্তি ও প্রতিষ্ঠান হলো-শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝুমা আক্তার,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হামিম বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হানিছ মিয়া,শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কালিকচ্ছ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পানিশ্বর ইউনিয়ন পরিষদ।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here