সরাইলে অসহায় প্রতিবন্ধী লাদেনের পাশে দুইটি সামাজিক সংগঠন

0
181
lalon
lalon

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে দরিদ্র অসহায় প্রতিবন্ধী লাদেনের পাশে দাঁড়িয়েছে দুইটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে লাদেনের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকার খাবার পৌঁছে দিয়েছেন। বন্ধু ফাউন্ডেশনের দেয়া খাবারের মধ্যে ছিল- ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৬ কেজি পেঁয়াজ, ৪ কেজি লবন, ২ কেজি মশুরি ডাল, ৪ কেজি সয়াবিন তেল, গুড়া হলুদ ১কেজি, মরিচ ১ কেজি, মশার কয়েল ২ বক্স ও ২ বান্ডল ম্যাচ। এ ছাড়া ‘হৃদয়ে সরাইল’ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল দিয়েছেন নগদ দুই হাজার টাকা। উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম রিপন, সভাপতি মৃধা মাহবুব এলাহি প্রদ্যোৎ, সদস্য মো. আব্দুল মোমিন ও মনির উদ্দিন সোহেল।

এ সময় লাদেনের ক্যান্সার আক্রান্ত মা কান্নায় ভেঙ্গে পড়েন। কারণ প্রতিবন্ধী ছেলে লাদেনকে নিয়ে কষ্টের সময় পার করছেন দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে। নুন আনতে পান্তা ফুরায় এই সংসারে লাদেনের মাও হঠাৎ জটিল ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছেন। ছেলের ঔষধ ক্রয়েরই টাকা নেই। তাই নিজের ঔষধ ক্রয় করার কথা ভাবতেই পারছেন না। প্রতিনিয়ত উহ আহ করে ও যন্ত্রণায় রাত পার করছেন না ঘুমিয়ে। এই অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি লাদেনের পিতাও একটি মামলায় বেশ কয়েক মাস ধরে জেলখানায়। বর্তমানে অন্ধকারে হাবডুবু খাচ্ছে পরিবারটি। লজ্জায় খাবারের কষ্টের কথা কাউকে বলেন না। সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল দিতে গেলে লাদেন ও তার পরিবারের সীমাহীন কষ্টের কাহিনী জানতে পারে বন্ধু ফাউন্ডেশন। প্রায় দুই মাসের খাবার এক সাথে হাতে চরম দুঃখ কষ্টের মধ্যেও হাঁসি ফুটেছে লাদেন ও তার মায়ের মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here