বৃদ্ধ কৃষক লিয়াকত আলীর পরিশ্রম

0
160

বয়সের ভারে ন্যুজ্ব কৃষক লিয়াকত আলী (৬৪)। মাঠে ধান ফলাতে ও গরূর সেবা যত্নে সারা জীবন পরিশ্রম করেছেন। আর এখন পরিশ্রম করছেন একটি ষাড়কে মোটা তাজা করতে। স্বপ্ন অনেক। ষাড়টি লাখ টাকা মূল্যের বানাতে চান তিনি। তাই প্রতিদিন সকালে ঘাস কাটতে বের হন। দেড় দুই ঘন্টা ঘাস কেটে বস্তা ভরে বাড়ি ফিরেন। মাঘ মাসের তীব্র শীতও থামাতে পারছে না লিয়াকত আলীকে। আজ শনিবার সকালে সরাইল উপজেলার কালীকচ্ছ কদমতুলি এলাকার ফসলি জমির আইল থেকে ধারণ করা হয় এ ছবিটি।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here