২০ ঘন্টা বিদ্যুৎ বিহীন সরাইল ব্যাংকিং কাজে স্থবিরতা
- আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
গত ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন গোটা সরাইল। তবে রাতে ও দিনে সরাইল সদরের কিছু জায়গায় মাঝে মধ্যে উঁকিঝুঁকি দিয়েছে। স্থায়ী হয়েছে সর্বোচ্চ দেড়/ দুই মিনিট। কোন ধরণের মাইকিং ও পূর্ব নোটিশ/ প্রচারণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। ওয়াইফাই বন্ধ থাকায় ইন্টারনেটের সকল কাজ বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং সেক্টরে বিরাজ করছে স্থবিরতা। স্থানীয় গণমাধ্যম কর্মীরা স্ব স্ব হাউজে সংবাদ পাঠাতে খিমশিম খাচ্ছেন। অনুসন্ধানে পিডিবি ও একাধিক স্থানীয় ব্যক্তির সাথে বলে জানা যায়, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় গতকাল রবিবার রাত থেকেই হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিল। রাত ১১টার দিকে কালীকচ্ছ, নোয়াগাঁও, শাহবাজপুর, শাহজাদাপুর ও চুন্টা ইউনিয়নের বিদ্যুৎ চলে যায়। শেষ রাতের দিকে সরাইল সদরে স্বল্প সময়ের জন্য বিদ্যুতের দেখা মিললেও অন্যান্য ইউনিয়নে আজ বিকেল পর্যন্ত বিদ্যুতের দেখা মিলেনি। শুধু সদরে মাঝে মধ্যে একেবারে স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ উঁকিঝুঁকি দিলেও সন্ধ্যা পর্যন্ত ছিল বিদ্যুৎহীন। ফলে অফিস আদালত ও ব্যাংকি সেক্টরে দেখা দিয়েছে চরম স্থবিরতা। ২০-৩০ কিলোমিটার পথ অতিক্রম করে আশা নিয়ে সরাইল এসে অনেকেই কাজ না করে নিরাশ হয়ে যাবেন। কেউ কেউ না জেনে এসে পড়েছেন বিপাকে। চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে লাখ লাখ মুঠোফোন। গণমাধ্যম কর্মীরা নিইজ পাঠাতে হিমশিম খাচ্ছেন। বাড়িতে ও হাসপাতালে থাকা রোগীদের দূর্ভোগ বেড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ফ্রিজে থাকা সকল কাঁচামালই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) আব্দুর রউফ বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ৩৩ কেভি লাইনে সমস্যা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও আমরা চেষ্টা করছি।