মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
দীর্ঘ দেড় যুগেরও অধিক সময় পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাঁও ইউপি যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক মোর্শেদ জামান জালাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নান্নু মিয়া ও সদস্য সচিব শফিক মৈশান। দলীয় প্যাডে উপজেলা যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ার সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলম মিয়া স্বাক্ষরিত ওই কমিটি গতকাল রোববার সভা শেষে রাত ১০ টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৯ বছর পর যুবদলের কমিটি গঠনের বন্ধাত্ব কাটায় খুবই খুশি সেখানকার তৃণমুলের নেতা কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় একাধিক সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল নোয়াগাঁও ইউপি যুবদলের কমিটি। তিন বছরের ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। এর মধ্যে সেখানে আর কমিটি গঠন করা হয়নি। ওই ইউনিয়নে যুবদলের পদ প্রত্যাশী অনেক যুবক আরো আগেই কর্ম নিয়ে এলাকা ছেড়ে গেছে। অনেকে পদের চিন্তা মাথা থেকে ফেলে নিজের কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ প্রতিক্ষার মাঝখানে দল থেকে ছিটকে পড়েছে অগণিত নেতা কর্মী। দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভাটা। কিছুটা নড়েচড়ে বসেছেন উপজেলার নেতারা। গতকাল রোববার রাতে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব মো. নুর আলমের সঞ্চালনায় ও আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-কুমিল্লা বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-সরাইল সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী ও পানিশ্বর ইউপি যুবদলের সদস্য সচিব মো. আনিছুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। কমিটির অন্য সদস্যনা হলেন-যুগ্ম আহবায়ক সুমন খান, মো: বাবুল, আব্দুর রাহিম, মো: সাব্বির মিয়া, সাচ্ছু মিয়া, শেখ মিনহাজ উদ্দিন, কামরূল ইসলাস, লায়েছ আহমেদ, কাউছার আহমেদ, ইকরাম হোসেন ও আব্দুল আজিজ। নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সদস্য সচিবসহ সকলেই বলেন, দেশ নায়ক তারেক জিয়ার বিরূদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘন্টা বাজিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।