স্বাধীনতার ৫২ বছর পর সরাইলে দেওয়ান মাহবুব আলীর ম্যুরাল উদ্ধোধন
- আপডেট সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
মহান স্বাধীনতা যুদ্ধের ৫২ বছর সরাইলে স্বাধীনতার বীর সেনানী দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার স্মৃতি রক্ষার্থে স্থাপিত হলো ম্যুরাল। গতকাল শুক্রবার বাদ জুমআ দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের উদ্যোগে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক ঠাকুর কর্তৃক বাস্তবায়িত ঐতিহাসিক এই ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সরাইলের প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নির্মিত ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন রফিক উদ্দিন ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান,সরাইল মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, ন্যাপ নেতা আব্দুল জব্বার, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফিজুল আসাদ সিজার ও যুবলীগ নেতা রনি। এ ছাড়া স্থানীয় দেড়- দুই শত লোক এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন। বক্তারা বলেন, দীর্ঘ ৫২ বছর পর সরাইলবাসী একটি ঐতিহাসিক কাজ করে জাতীয় নেতা মাহবুব আলীর আত্মার কাছে কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে। কারণ পরবর্তী প্রজন্মেকে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে দেওয়ান মাহবুব আলীর বীরত্বগাঁথা ত্যাগ আজীবনের জন্য সামনে নিয়ে আসার স্বপ্নে বিভোর ছিল সরাইলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এই কাজটিও ইতিহাসের একটি আলোকিত অধ্যায়ের সূচনা করেছে। দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদ, সরাইল প্রেসক্লাব, ত্রিতাল সংগীত নিকেতন, উদীচীসহ স্থানীয় অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো কয়েক যুগ ধরে এমন মহৎ একটি কাজের দাবী জানিয়ে আসছিলেন। সরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। পরে উপস্থিত সকলে মিলে সরাইলের কৃতি সন্তান জাতীয় এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে উনার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।