মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ( সরাইল- আশুগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধার (ঈগল) পক্ষে মাঠে নেমে কাজ করার সিদ্ধান্ত দিয়েছেন সরাইল উপজেলা আওয়ামী লীগ। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল সুরমা ইন-এ অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন দলটি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য ও সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম। এছাড়া ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হামিদুল হক ও সরাইল সদর ইউপি আ’লীগের যুগ্ম আহবায়ক-১ মো. বিল্লাল মিয়া।
অনুসন্ধানে ও দলীয় একাধিক সূত্র জানায়, এই আসনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজুর মনোনয়ন প্রত্যাহারের পর উপজেলা আওয়ামী লীগ ছিল অনেকটা হ-য-ব-র-ল অবস্থায়। মূল দল ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী যারযার মত করে প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। গত বুধবার পর্যন্ত নির্বাচনী মাঠে কোন প্রার্থীর পক্ষে কাজ করবে সিদ্ধান্ত ছিল না উপজেলা আওয়ামী লীগের। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সুরমা ইন হোটেলে এডভোকেট নাজমুল হোসেনর সভাপতিত্বে বসে সরাইল উপজেলা আ’লীগের সভা। সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগমের সঞ্চালনায় সন্ধ্যা পর্যন্ত চলে দলটির সভা। দীর্ঘ সময় আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় মহাজোট থেকে এই আসনে পরপর দুইবার নির্বাচিত সাবেক এমপি চলমান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এড. জিয়াউল হক মৃধার (ঈগল) পক্ষে মাঠে কাজ করার।
সভায় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, চুন্টা ইউপি আ’ লীগের সভাপতি শেখ মো. হাবিবুর রহমান, সরাইল ইউপি আ’লীগের আহবায়ক মো. কায়কোবাদ, যুগ্ম আহবায়ক-১ মো. বিল্লাল মিয়া, নোয়াগাঁও ইউপি আ’লীগের সভাপতি মো. হামিদুল হক, কালীকচ্ছ ইউপি আ’লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সম্পাদক মো. ইসমাইল খান, শাহবাজপুর ইউপি আ’লীগের সভাপতি মো. খায়রুল হুদা চৌধুরী বাদল, সম্পাদক মো. শাহেদ আলম বাবুল, শাহজাদাপুর ইউপি আ’লীগের সভাপতি মো. ছায়েফ উল্লাহ ঠাকুর, সম্পাদক শেখ মো. লুৎফুর রহমান, পানিশ্বর ইউপি আ’লীগের সভাপতি মো. দ্বীন ইসলাম ও সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমূখ। নোয়াগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. হামিদুল হক বিষয় নিশ্চিত করে বলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধার ঈগলকে জয়ী করার জন্য ইউনিয়ন -ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ভোটের মাঠে কাজ করতে হবে। এ বিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।