সাংবাদিক মোহাম্মদ আরজুকে সংবর্ধনা দিয়েছে নিরাপদ সড়ক চাই
- আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
বসুন্ধরা মিডিয়া এওয়ার্ড পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবীন সাংবাদিক নিরাপদ সড়ক চাই ব্রাক্ষণবাড়িয়ার উপদেষ্টা মোহাম্মদ আরজুকে সংবর্ধনা দিয়েছে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া। গত রবিবার শহরের কাউতলীস’ স্বপ্নতরী মিলনায়তনে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার মাসিক সভায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতিমোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ কামরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনসংগঠনের উপদেষ্টাডাঃ সৈয়দ সাদরুল হুদা, সাংবাদিক আবদুল মতিন সানু,সহসভাপতিএডভোকেটআবদুল মালেক,এডভোকেটএম এইচ সরকার পাশা,এস এম শাহীন,মোঃ হাসানুল ইসলাম,আছিয়া খানম,তাহের উদ্দিন,মাসুদ পারভেজ,আসলাম হোসেন,হাজী তসলিম খান,আমানুল্লাহ মোঃ সফিকুল ইসলাম ,মোঃ আপেল প্রমুখ। সংবর্ধনার জবাবে মোহাম্মদ আরজু বলেন ,ব্রাহ্মণবাড়িয়া বাসীর ভালবাসার জন্যই বসুন্ধরা মিডিয়া এওয়ার্ড পেয়েছি। এ সন্মান আমার নয়,ব্রাহ্মণবাড়িয়াবাসীর।