সরাইল ‘বন্ধু ফাউন্ডেশন’-এর কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামের সংগঠনটি দরিদ্র অসহায় শতাধিক নারী পুরুষের হাতে তুলে দিয়েছেন কম্বল। পৌষের কনকনে শীতে আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ করেছেন তারা। ক্বারী মো. জামাল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের সভাপতি মৃধা মাহবুব এলাহি প্রদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল প্রেসক্লাবের সভাপতি সভাপতি মো. আইয়ুব খান, তিতাস গ্যাসের ব্যবস্থাপক (অডিট) মো. ফাইজুল ইসলাম বাদল, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, হিফজুল বারী ফয়েজ, সমাজসেবক মো. নজরুল ইসলাম, সমাজকর্মী রওশন আলী, সংবাদ কর্মী মোমিন, শিবলু, দীপক প্রমূখ। বক্তারা এমন মহতি আয়োজনের জন্য সংগঠনির প্রশংসা করে বলেন, এভাবে অন্যান্য সংগঠনকে সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সহযোগীতার আশ্বাস দিয়ে ছোট করে হলেও মানবসেবা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।