সরাইল প্রেসক্লাবের বিরূদ্ধে ফেসবুকে আপত্তিকর পোষ্ট সম্পাদক মাহবুব খানকে হুমকি!
- আপডেট সময় : ০৭:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
গত ৩ জুন শুক্রবার ‘ঔববিষ ঞযধশড়ৎ’ নামের একটি ফেসবুক আইডি থেকে সরাইল প্রেসক্লাবকে ইঙ্গিত করে কুরূচিপূর্ণ ও আপত্তিজনক কিছু মন্তব্য লিখে ষ্ট্যাটাস দেয়। বিকাল ৩ টার দিকে প্রেসক্লাবের সম্পাদক ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মাহবুব খানের একটি ষ্ট্যাটাসে (নাম ঠিকানা বিহীন) হুমকি দেয় ‘ঔববিষ ঞযধশড়ৎ’ নামের আইডি-টি। প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে সাংবাদিকদের মাঝে। পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা চেয়ে সরাইল থানায় সাধারণ ডায়রী করেছেন মাহবুব খান (জিডি নম্বর-১৫৮, তারিখ-০৩.০৬.২০২২ খ্রিষ্টাব্দ। জিডি ও প্রেসক্লাব সূত্র জানায়, ‘ঔববিষ ঞযধশড়ৎ’ নামের একটি আইডি গত ৫-৬ মাস পূর্ব থেকেই সরাইল প্রেসক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকদের ইঙ্গিত করে ফেসবুকে আপত্তিজনক নানা ধরণের মন্তব্য পোষ্ট করে আসছে। গত ৩ জুন শুক্রবার সকালে ওই আইডি থেকে সড়কের পাশে পড়ে থাকা গাছের ছবি দিয়ে কেন সংবাদ হচ্ছে না সহ কুরূচিপূর্ণ মন্তব্য লিখে ষ্ট্যটাস দেয়। ওই ষ্ট্যাটাসে অনেক ধরণের কমেন্স হয়। বিকেল ৩টার দিকে মাহবুব খানের ভেরিফাইড আইডি থেকে দেয়া একটি ষ্ট্যাটাসে হুমকিমূলক ভাষা লিখে কমেন্স করেন ‘ঔববিষ ঞযধশড়ৎ’ নামের আইডি। কমেন্সের ভাষা গুলো ছিল ‘পারলে কিছু করিস, আর রেডি থাকিস…..’ ইত্যাদি। ফেসবুকের মাধ্যমে এমন হুমকি ধমকিতে মাহবুব খানের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। ভবিষ্যতে আরো কোন অশালীন কথাবার্তা ফেসবুকে পোষ্ট দিতে পারে। পেশাগত দায়িত্ব পালনকালে রাস্তাঘাটে সুযোগমত আক্রমন করে যেকোন মারাত্বক দূর্ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা জরূরী ভিত্তিতে এ বিষয়ে পোষ্টদাতা ও ইন্ধনদাতাদের বিরূদ্ধে আইনগত ব্যবস’া নেয়ার দাবীও জানিয়েছেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।