সংসদ সদস্য মোঃ ম্ঈনউদ্দিন মঈন বলেছেন, সরাইল ও আশুগঞ্জের ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। তিনি শনিবার ব্রাহ্মণবাড়ি়য়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ডাক্তার মামুন মনিরুল হক, আব্দুস সাত্তার কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন মৃধা ,অরুয়া্ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া ,সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আবু তালেব,সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম পাকশিমুল ইউ পি চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্যগাজী মোঃ বোরহান উদ্দিন,শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেনঅভিভাবক সদস্য কাজী মোহাম্মদ দুলাল মিয়া মোহাম্মদ নুর উদ্দিন, বকুল চন্দ্র দাস মোহাম্মদ আব্দুল বাসির ,লিপি রানী দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মোহাম্মদ কাপ্তান মিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ে়র প্রধান শিক্ষক শেখ সাদী। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন দশম শ্রেণীর ছাত্রী হাওয়া আক্তার রানী। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্য বিবাহ বিরোধী নাটক মঞ্চস’ কর্। এছাড়া শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
News Title :
সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য: ম্ঈনউদ্দিন মঈন এমপি
- Reporter Name
- Update Time : 05:34:27 pm, Sunday, 18 February 2024
- 100 Time View
Tag :