সরাইলে ৪ কেজি গাঁজাসহ মো. আবুল বাশার নামের ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা- বুড্ডা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাবেক চেয়ারম্যান কাজল চৌধুরীর প্রজেক্টের দক্ষিণ পাশের সড়কে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ আবুল বাশার প্রকাশ বাদশাকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। বাদশা বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চতুরপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে বাদশাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাহবুব খান বাবুল