ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৩ কেজি গাঁজাসহ নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আজ সোমবার(১৩জুন)বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক এলাকা থেকে গাঁজাসহ অটোরিকশাটি জব্দ করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা আটকের জন্য মহাসড়কে অবস্থান নেয় হাইওয়ে পুলিশ। সন্দেহ হলে একটি অটোরিকশাটিকে সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করলে অটোরিকশাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশ অটোরিকশাটির পিছু ধাওয়া করে। মহাসড়কের মালিহাতা নামক স্থানে অটোরিকশাটি রেখে ড্রাইভার ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২টি বস্তাতে ৩৩ কেজি গাঁজা পান পুলিশ। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একটি নম্বরবিহীন অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাহবুব খান বাবুল