সরাইল প্রেসক্লাবের সহসভাপতি এম.এ মুসা ও সাবেক সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম দুলালের পিতা হাজী আব্দুল অহিদ মিয়া (৯০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় বড্ডাপাড়া শাহওয়ানী জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা বিএনপির আহবায়ক মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু।
মাহবুব খান বাবুল