সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে বাবুল মিয়া (৩৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার অরূয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এই ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানায়, দুবাজাইল গ্রামের প্রয়াত হাজী ধন মিয়ার ছেলে ইরাক প্রবাসী ৩ সন্তানের জনক বাবুল মিয়া। গত ৭-৮ মাস আগে বাড়িতে এসেছেন। আবারও প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাবুল মিয়া আজ দুপুরে নিজের বসতঘরের চালে ওঠে গাছের ঢাল কাটছিলেন। ঘরের পাশ ঘেঁষে গেছে পল্লী বিদ্যুতের সঞ্চালন ক্যাবল। হঠাৎ করে প্লাষ্টিকের কাভার বিহীন ক্যাবলে মাথা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বাবুল। এক সময় ক্যাবল থেকে নিচে ছিটকে পড়ে বাবুলের মৃতদেহ। তারপরও স্বজনরা বাবুলকে সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।